History of the College
বরিশাল-স্বরুপকাঠী মহাসড়কের পাশের্^ বরিশাল থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের একটি শান্ত স্নিগ্ধতার কোলে চাংগুরিয়া নিবাসী আলহাজ্জ মরহুম আবদুল মজিদ সরদারের সুযোগ্য মেঝ ছেলে জনাব এস.সরফুদ্দিন আহমেদ সান্টু একান্ত নিজস্ব অর্থে কলেজটি প্রতিষ্ঠা করেন। আলো আধাঁরে এ অঞ্চল ঘিরে রয়েছে ৯/১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪/৫টি দাখিল মাদরাসা, কিন্তু উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না । সে অপূর্ণতা যোগান দিতে দানবীর জনাব এস.সরফুদ্দিন আহমেদ সান্টু তাঁর অকৃপন হাত বাড়িয়ে দিয়েছিলেন । ১৯৯৮ সালের ৯ জানুয়ারী প্রতিষ্ঠিত হয়েছিল এই গুঠিয়া আইডিয়াল কলেজ যা ২০০৪ সালে ডিগ্রি স্তরে উন্নীত হয়েছে । ২০০৬ ও ২০০৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরিশাল বোর্ডের মধ্যে ২য় স্থান দখলসহ প্রতি বছর ভাল ফলাফল অর্জন করে কলেজটি ইতোমধ্যে সকলের দৃষ্টি কুঁড়িয়েছে ।